• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

সারা দেশ

নাগেশ্বরীতে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী আন্দোলন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ জুলাই ২০২৩

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী আন্দোলন এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, রামখানা ইউনিয়ন শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে একটি বাল্য বিবাহ ও মাদকবিরোধী র‌্যালি নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনাসভায় অংশগ্রহণ করেন। সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলিম সরকারের সভাপতিত্বে এবং নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলামের পৃষ্ঠপোষকতায় এতে বক্তব্য রাখেন নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) তামবিরুল ইসলাম, রামখানা ইউপি চেয়ারম্যার জালাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুল করিম সাজু, সহকারী শিক্ষক বিপ্লব, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহিম বাবু সরকার প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads